Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

নেই অনুশোচনা! 'ফাঁসি দিলে দিন' আরজিকর কাণ্ডে ধৃতের নির্লজ্জ বয়ান


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০২ এএম

নেই অনুশোচনা! 'ফাঁসি দিলে দিন' আরজিকর কাণ্ডে ধৃতের নির্লজ্জ বয়ান

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  আরজিকর কাণ্ডে খুন-ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান ধৃত সঞ্জয় রায়ের। শুক্রবার এক ট্রেনি চিকিৎসকের প্রায় অর্ধনগ্ন দেহ শোয়ানো অবস্থায় হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয়। তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ধর্ষণ করে খুনের কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারি আধিকারিকদের দাবি, ধৃত এতটুকুও অনুতপ্ত নয়। কোনও অনুশোচনা নেই তার মধ্যে। বয়ান দেওয়ার সময় কোনও অপরাধ বোধ তার মধ্যে দেখা দেয়নি। এমনকি ধৃত সঞ্জয় রায় জেরার সময় পুলিশকে জানিয়েছে,  ‘ফাঁসি দিলে দিন

এদিকে কলকাতা পুলিশে কর্মরতা অভিযুক্তের দিদি জানিয়েছেন, যে এই ধরনের কাজ করে তার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। যদি ফাঁসি হয় তাহলে দেহ পাঠাবেন না।

এদিকে আরজিকর কাণ্ডে হাসপাতালে জরুরি পরিষেবা ব্যাহত। ভোগান্তিতে রোগীরা। রোগীর পরিজনদের অভিযোগ, ডাক্তারদের কর্মবিরতির জেরে সকাল থেকেই মিলছে না স্বাভাবিক পরিষেবা।  

 

জানা গেছে, সঞ্জয় রায় ২০১৯ সালে সিভিক ভলান্টিয়রের চাকরি পেয়েছিল। সঞ্জয়ের পোস্টিং ছিল বিপর্যয় মোকাবিলা দফতরে। তখন থেকেই তার নানা ধরনের কর্মকাণ্ড শোনা যায়। সঞ্জয় প্রভাব খাটিয়ে একদিনও সেখানে কাজ না করে চলে যায় ওয়েলফেয়ার কমিটিতে। এমনকি পুলিশি ব্যারাকে থাকত, পুলিশের লোগো লাগানো বাইক ব্যবহার করত। এর আগেও তবে মহিলা সংক্রান্ত বিষয়ে এর আগেও নাম জড়িয়েছে তার। আগে নিজের সহকর্মীদের উত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। তার মোবাইলেই একাধিক এই ধরনের ভিডিয়ো মিলেছে বলে খবর।

এদিকে নৃশংস ধর্ষণ কাণ্ডে কড়া নিরাপত্তার ঘেরাটোপে আরজিকর হাসপাতাল। রাখা হয়েছে র‍্যাফ রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও। এমারজেন্সির সামনেও বসানো হয়েছে পুলিশ পিকেট। 

প্রসঙ্গত, আরজি করের ডাক্তারি পড়ুয়াকে পাশবিক নির্যাতন চালিয়ে খুন করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় ছিল ক্ষত এবং আঘাতের চিহ্ন। গোপনাঙ্গ, দুচোখ-সহ একাধিক জায়গা থেকে রক্তপাতের প্রমাণও মিলেছে। কলার বোন ভাঙা ছিল। পুলিশ সূত্রে খবর, এই কাণ্ডে সঞ্জয় রায়ের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। তবে এই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি পুলিশ।