Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫০ এএম

বাংলাদেশের ভারপ্রাপ্ত  প্রধান বিচারপতি  আশফাকুল ইসলাম

ঢাকা, ১০ আগস্ট: বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম। তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন। শনিবার বিকেলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা-‘ঘনিষ্ঠ’ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইনমন্ত্রকে এসে পৌঁছেছে।’ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।