Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

দেশ আগেই বৃহত্তর উন্নয়ন অর্জন করতে পারত: কংগ্রেসের জরুরি অবস্থা নিয়ে সরব উপরাষ্ট্রপতি


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৯ এএম

দেশ আগেই বৃহত্তর উন্নয়ন অর্জন করতে পারত: কংগ্রেসের জরুরি অবস্থা নিয়ে সরব উপরাষ্ট্রপতি

পুবের কলম, ওয়েবডেস্ক: কংগ্রেসকে তীর দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শনিবার তিনি বলেছেন, "সর্বোচ্চ আদালত এবং বিচার বিভাগ যদি একনায়কতন্ত্র ইন্দিরা গান্ধির কাছে নতি স্বীকার না করত, তাহলে দেশে জরুরি অবস্থা হত না। আমাদের জাতি অনেক আগেই বৃহত্তর উন্নয়ন অর্জন করতে পারত। আমাদের দশকের পর দশক অপেক্ষা করতে হতো না।"