Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর কাণ্ডের প্রতিবাদ, শহর থেকে জেলা, চিকিৎসকদের ক্ষোভ, শিকেয় পরিষেবা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১১ এএম

আরজি কর কাণ্ডের প্রতিবাদ, শহর থেকে জেলা, চিকিৎসকদের ক্ষোভ, শিকেয় পরিষেবা

 

 

 পুবের কলম প্রতিবেদক: আর জি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে কলকাতা থেকে জেলা, একাধিক সরকারি হাসপাতালে বিক্ষোভ দেখালেন চিকিৎসক- ছাত্রছাত্রী, নার্স, স্বাস্থ্য কর্মীরা।   

আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় চিকিৎসকদের আন্দোলন-বিক্ষোভ জারি রয়েছে। হাসপাতাল গুলিতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে চলছে আন্দোলন-বিক্ষোভ। আর জি কর হাসপাতালের এই ঘটনার প্রতিবাদে সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকদের একটি বড় অংশ। চূড়ান্ত হয়রানি রোগীদের।

এদিনের কর্মবিরতির  জেরে শিকেয় চিকিৎসা পরিষেবা। আর জি কর হাসপাতালে অন ডিউটি তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের একটি বড় অংশের। ডাক্তারদের কর্মবিরতিতে চরমভাবে ব্যাহত চিকিৎসা পরিষেবা।

শনিবার সকাল থেকে আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ চলছে। হাসপাতাল চত্বরে মিছিল চিকিৎসকদের। আজ দিনভর কর্মবিরতির ডাক। এদিকে আর জি করের ঘটনার আঁচ পড়েছে শহরের অন্য সরকারি হাসপাতালগুলোতেও।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ জেলাগুলির একাধিক সরকারি হাসপাতালে চিকিৎসকরা বিক্ষোভে সামিল হন। জরুরি পরিষেবা বাদ দিয়ে অন্যান্য বিভাগে চিকিৎসকদের এই বিক্ষোভে পরিষেবা দারুণভাবে ব্যাহত হয়। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেন চিকিৎসকরা। একইসঙ্গে বিক্ষোভ চলছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও। কর্মবিরতিতে সামিল হন শিশুমঙ্গল হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও। আর জি কর হাসপাতালে রীতিমতো প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে চিকিৎসকরা বিক্ষোভে বসেছেন। হাসপাতালে ডিউটি করা অবস্থায় নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ তাদের। দিকে দিকে মেডিকেল কলেজ হাসপাতাল অচল হচ্ছে। জেলারও বিভিন্ন সরকারি হাসপাতালেও চলে বিক্ষোভ।