Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

“Something big soon India,”.. হিন্ডেনবার্গের রহস্যভরা পোস্ট নিয়ে শুরু তরজা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৭ পিএম

“Something big soon India,”.. হিন্ডেনবার্গের রহস্যভরা পোস্ট নিয়ে শুরু তরজা

পুবের কলম,ওয়েবডেস্ক:  ভারতে শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। ভারতকে নিয়ে ফের বড়সড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ। শনিবার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে এমনই দাবি করা হয়েছে। তবে কী ঘটনা ঘটতে চলেছে, তার কোনও ইঙ্গিত হিন্ডেনবার্গ দেয়নি। অনেকে বলছেন, শীঘ্রই ফের বড় ধরনের দুর্নীতির পর্দাফাঁস করতে চলেছে তারা। তাদের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এবার কোন সংস্থা, কোন ব্যক্তিত্ব তাদের নিশানায়, সেই নিয়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন।
২০২৩-এর জানুয়ারি মাসে ভারতীয় শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট শুধু ভারতে নয়, সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। ফের আরেকটি বড় রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিল আমেরিকার এই সংস্থা । গত বছর ২৪ জানুয়ারি আদানিদের নিয়ে রিপোর্ট প্রকাশ করে ওই সংস্থা, যাতে শেয়ার দরে কারচুপি থেকে আর্থিক জালিয়াতির অভিযোগ ছিল। ওই রিপোর্ট সামনে আসতেই  আদানি গ্রুপের শেয়ারের মূল্য ৮৬ বিলিয়ন ডলার কমে যায়। আদানিদের একের পর এক সংস্থায় ধস নামে।
হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানির আদানি গ্রুপকে লক্ষ্য করে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। এর পর গৌতম আদানি বিশ্বের ২ নম্বর বিলিয়নেয়ার থেকে ৩৬ তম অবস্থানে নেমে আসেন। দেশে কংগ্রেস, তৃণমূল সহ সব বিরোধী দলগুলি  লোকসভা ও রাজ্যসভায় বিজেপি সরকারকে চেপে ধরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধি সহ তামাম কংগ্রেস ও বিরোধী দলগুলিকে নজিরবিহীনভাবে সাসপেন্ড করা হয়।
এই বছরের জুনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভারতীয় নিয়ম লঙ্ঘনের অভিযোগে নোটিস জারি করে। হিন্ডেনবার্গ রিসার্চ প্রথমবারের মতো তাদের রিপোর্টে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে স্পষ্টভাবে চিহ্নিত করে। যে কারণে কোটাক ব্যাঙ্কের শেয়ার দাম জুনের শুরুর দিকে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছিল।