Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সংখ্যালঘু দুস্থ পরিবারের মহিলাদের জন্য পাকা বাড়ি তৈরিতে উদ্যোগী রাজ্য


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৭ পিএম

সংখ্যালঘু দুস্থ পরিবারের মহিলাদের জন্য পাকা বাড়ি তৈরিতে উদ্যোগী রাজ্য

কৌশিক সালুই, বীরভূম: সংখ্যালঘু পরিবারের দুঃস্থ মহিলারা আবাস যোজনা প্রকল্পে বিপুল সংখ্যক বাড়ি পেতে চলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু মহিলা পুনর্বাসন প্রকল্পের অধীনে বিপুল সংখ্যক বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে মোঃ বাজার ব্লক প্রকল্পের সুবিধা দিতে উপভোক্তা নামে তালিকা প্রস্তুত করতে পারেনি। বীরভূম জেলার ১৮টি ব্লকের প্রায় ১৭০০ সংখ্যালঘু পরিবারের মহিলাদের জন্য বাড়ি নির্মাণ প্রকল্পে অন্তর্ভুক্তি করা হয়েছে। একমাত্র মহম্মদ বাজার ব্লক নির্ধারিত সময়ের মধ্যে সেই নামের তালিকা দিতে পারেনি বলে সূত্রে জানা গিয়েছে। যদিও জেলা প্রশাসনের দাবি তাদের সেই তালিকা এনে রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। কেউ বঞ্চিত হবে না। জেলার মধ্যে সর্বোচ্চ মুরারই দুই ব্লককে সর্বোচ্চ ২৭০টি এবং নলহাটি দুই ব্লককে দেড়শটি বাড়ির কোটা দেওয়া হয়েছে। সংখ্যালঘু দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্তাদের পাকা বাড়ি দেওয়ার জন্য প্রকল্প গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুদন পাবেন তারা। সংশ্লিষ্ট দপ্তরের কর্তাদের দাবি জেলার অন্যান্য ১৮টি ব্লকের নাম নির্ধারিত সময়ে পাওয়া গেল একমাত্র মুহাম্মদবাজার ব্লক তাদের তালিকা দিতে পারেনি এখনো পর্যন্ত। তাই একটা আশঙ্কা থাকছে বীরভূমের কোটার বাইরে গিয়েও তারা কিভাবে সেই প্রকল্পের সুবিধা পাবে। বীরভূম জেলা অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক বলেন, "সংখ্যালঘু দুস্থ মহিলাদের গৃহ নির্মাণ প্রকল্পে জেলার ১৭০০ মহিলা সুবিধা পাবেন। তবে মোহাম্মদ বাজার ব্লক তারা খুব শীঘ্রই নামের তালিকা দেবে এবং সেটাও রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে।"