Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

এখনই পৃথিবীতে পা পড়বে না , ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ৮ মাসের জন্য সেখানে আটকে পড়লেন সুনিতারা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৩ এএম

এখনই পৃথিবীতে পা পড়বে না , ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ৮ মাসের জন্য সেখানে আটকে পড়লেন সুনিতারা

পুবের কলম,ওয়েবডেস্ক: নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এখনও মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন। তাঁর পৃথিবীতে ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা বিরাজমান। মিশনের মেয়াদ শেষের পরেও সুনীতা ও তাঁর সঙ্গী বুচ উইলমোর আটকে রয়েছেন মহাকাশে। তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটি এখনও ঠিক করা যায়নি। ৫৬ দিন পেরিয়ে গেলেও নভশ্চররা পৃথিবীতে কবে ফিরবেন তা বলতে পারছে না নাসাও। তাই উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

উদ্বেগের কারণও রয়েছে যথেষ্ট। কারণ স্টারলাইনার ক্যাপস্যুলে সর্বাধিক ৯০ দিন পর্যন্ত মহাকাশচারীরা স্পেস স্টেশনে থাকতে পারেন বলে জানিয়েছিল নাসা। তারপর শেষ হয়ে যায় ক্যাপসুলের ব্যাটারি। হিসাব মতো নভশ্চরদের ফিরিয়ে আনতে আর খুব বেশি সময় নেই নাসার কাছে। বিজ্ঞানী মহলের একাংশ বলছে, ১৯ দিনের মধ্যে ফেরাতেই হবে সুনীতা ও তাঁর সঙ্গী উইলমোরকে। কারণ, নাসার তরফে শীঘ্রই একটি নতুন অভিযান পরিচালিত হবে।

১৮ অগাস্টের পর এই মিশন শুরু হওয়ার কথা। এই মিশনে স্পেস এক্স-এর মহাকাশযানে কয়েকজন নভশ্চরকে স্পেস স্টেশনে পাঠাবে নাসা। জুন মাসের ৫ তারিখে নাসার মহাকাশযান বোয়েইং সিএসটি ১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে সফলভাবে মাহাকাশের পথে রওনা হয়েছিলেন সুনীতা ও তাঁর সহযাত্রী ব্যারি বোচ উইলমোর। পৌঁছেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তাঁদের সফরের মেয়াদ ছিল ৮ দিন। সেই দিন সংখ্যা বেড়ে এক মাস পার হয়ে গিয়েছে। এবার খবর তাঁরা সম্ভবত ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ফিরতে পারেন পৃথিবী পৃষ্ঠে।

৬১ বছর বয়সী মি. উইলমোর এবং ৫৮ বছর বয়সী মিস উইলিয়ামস একটি মহাকাশযান বোয়িং  স্টারলাইনারে করে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। মানুষ নিয়ে এটাই ছিলো এই মহাকাশযানটির প্রথম উড়ান। 

মূলত মহাকাশযানটি নিয়মিত ব্যবহারের আগে কেমন কাজ করে তা দেখার জন্য একটি পরীক্ষা মূলক মিশন  ছিল এটি। তবে মহাকাশ স্টেশনের দিকে যাওয়ার সময় এর প্রপালশন সিস্টেমে লিক হয়। কিছু থ্রাস্টার বন্ধ হয়ে যায়। তাই তারা মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছালেও, নিরাপদে পৃথিবীতে ফেরার জন্য স্টারলাইনার এখন নিরাপদ নয়। 

ফলে আটকে পড়া নভোচারীদের বিকল্প মহাকাশযানে পৃথিবীতে আনতে হবে। নাসার কর্মকর্তারা  জানিয়েছেন, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নাসার বাণিজ্যিক ক্র প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেন, "আমাদের মূল কাজ হচ্ছে বুচ ও সুনিকে ফিরিয়ে আনা।

তারপরও, আমাদের কাছে অন্যান্য যা বিকল্প আছে সেসব নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা করছি। এ মিশনে মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য একটি স্পেস-এক্স ক্রু ড্রাগন ব্যবহার করা হবে। মিশনটিতে প্রাথমিকভাবে চারজন ক্রু সদস্যের যাওয়ার কথা ছিল। তবে প্রয়োজনে দুটি আসন ফাকা রাখা হবে। এই পরিকল্পনা অনুযায়ী, মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আট দিনের পরিবর্তে আট মাসেরও বেশি সময় কাটাবেন। যদি ক্রু ড্রাগন ব্যবহৃত হয়, তাহলে স্টারলাইনারটি ক্রু ছাড়াই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।