Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

স্কুলে 'গুড মর্নিং' এর পরিবর্তে 'জয় হিন্দ' বলতে হবে পড়ুয়াদের, নির্দেশ জারি হরিয়ানায়


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৯ এএম

স্কুলে 'গুড মর্নিং' এর পরিবর্তে 'জয় হিন্দ' বলতে হবে পড়ুয়াদের, নির্দেশ জারি হরিয়ানায়

চণ্ডিগড়, ১০ অগাস্ট: পড়ুয়াদের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করতে নতুন ভাবনা হরিয়ানা সরকারের। আগামী ১৫ অগাস্ট থেকে রাজ্যের সমস্ত স্কুলে 'গুড মর্নিং বা শুভ সকাল' এর পরিবর্তে 'জয় হিন্দ' বলতে হবে পড়ুয়া ও শিক্ষকদের। ইতিমধ্যে এই মর্মে নির্দেশিকায়ও জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

এক নির্দেশিকায় বলা হয়েছে, হরিয়ানার স্কুল শিক্ষা অধিদপ্তর সমস্ত জেলা ও ব্লক স্তরের শিক্ষা আধিকারিক, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের একটি বিজ্ঞপ্তি জারি করে 'শুভ সকাল' শুভেচ্ছার পরিবর্তে 'জয় হিন্দ' দিয়ে অভিবাদন জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। হরিয়ানা সরকার জানিয়েছে, নতুন এই নিয়ম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও ঐক্য তৈরি করবে। এছাড়াও ভারতীয় হিসাবে তাদের পরিচয় এবং দেশের ভবিষ্যতে তাদের সম্ভাব্য অবদানের কথা মনে করিয়ে দেবে।

শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, "জাতীয় ঐক্যের চেতনা এবং দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। দেশাত্মবোধক অভিবাদন 'জয় হিন্দ' ছাত্র-ছাত্রীদের দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগের প্রশংসা করতে উৎসাহিত করবে। 'জয় হিন্দ'-এর মতো শুভেচ্ছার নিয়মিত ব্যবহার শৃঙ্খলার বোধ জাগ্রত করবে।"