Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

গাজার স্কুলে ইসরাইলি হামলা, নিহত শতাধিক


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭ পিএম

গাজার স্কুলে ইসরাইলি হামলা, নিহত শতাধিক

পুবের কলম,ওয়েবডেস্ক:  বাস্তুচ্যুতরা আশ্রয় নেওয়া গাজার একটি স্কুলে ইসরাইলি হামলায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহিদ এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।  হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।  

সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘ফজরের (ভোরের) নামায পড়ার সময় বাস্তুচ্যুত লোকদের লক্ষ্য করে ইহুদি সেনারা হামলা চলিয়েছে। 

 

 

 

 

 

 

 

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে তাদের বিমান বাহিনী কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামাস হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে তারা হামাসকে লক্ষ্যবস্তু করেছে। তাদের মতে, ‘হামাস সদস্য এবং কমান্ডারা স্কুলটিকে আস্তানা হিসেবে ব্যবহার করছিল।’

তারা আরও জানায়, স্কুলে হামলার আগে সুনির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে। যাতে করে বেসামরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানো যায়।

 

 

ইসরাইলি বোমা হামলায় স্কুলটিতে ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনা ঠাহর করতে পেরেই উদ্ধারকারী কর্মীরা দ্রুত  এগিয়ে আসেন।