Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সুন্দরবনে মাছ চাষের প্রশিক্ষণ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৮ এএম

সুন্দরবনে মাছ চাষের প্রশিক্ষণ

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : সুন্দরবনের মানুষ কৃষি ও মাছ চাষের উপর নির্ভরশীল। আর সুন্দরবনের গ্রামীণ যুবক যুবতী,মৎস্যজীবি ও চাষিদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সুসংহত মৎস্য চাষের ওপর ৫ দিনের প্রশিক্ষণ শিবির হয়ে গেল নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে।

এই শিবিরটি শুরু হয়ে ছিলো ৫ ই আগস্ট সোমবার আর শেষ হলো ৯ই আগস্ট শুক্রবার।এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হলো সুন্দরবনের যুবক যুবতী,মৎস্যজীবী ও চাষিদের দক্ষতা বৃদ্ধি।

এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ ২৪  পরগণার সুন্দরবনের বিভিন্ন ব্লক থেকে ৩০ জন উৎসাহী যুবক যুবতী, মৎস্যজীবি ও চাষিরা অংশ নিয়েছিলেন।

এর মধ্যে ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা ছিলো এই শিবিরে।মথুরাপুর ১,২,জয়নগর ১,২, কুলতলি, মন্দিরবাজার সহ একাধিক ব্লক থেকে প্রশিক্ষনে অংশ নিয়েছেন তাঁরা।বিভিন্ন ধরনের প্রশিক্ষনের পাশাপাশি হাতে কলমে ফিল্ডে নিয়ে গিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এমন কি এই মৎস্যচাষে যাঁরা আগে প্রশিক্ষন নিয়ে আজ সফল ভাবে চাষ করছেন সেই সব মানুষ ও এই শিবিরের মাধ্যমে নবাগতদের সহায়তা করেন। হায়দরাবাদের এন এফ ডি বির আর্থিক সহায়তায় হায়দ্রাবাদের মেনেজ সংস্থার উদ্যোগে নিমপীঠ শ্রী রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে ৫ দিনের এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন জয়নগর ১ নং ব্লকের এফ ই ও অশোক কুমার দাস,নরেন্দ্রপুর এস এস কে ভি কের ড:সৌগত ঘোষ,রাজ্য সরকারের কৃষি বিভাগের মৎস্য বিশেষজ্ঞ অতনু গোস্বামী, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান সিনিয়র বিজ্ঞানী ড: চন্দন কুমার মন্ডল,নিমপীঠ কে বি কের বিষয়বস্তু বিশেষজ্ঞ ড: মানসী চক্রবর্তী, ড: ডি কে রায়, এস মাহাতো সহ আরো অনেকে।

শুক্রবার শেষ দিনে প্রশিক্ষণরত যুবত যুবতী,মৎস্যজীবি ও চাষিদের নিয়ে মথুরাপুরের গিলারছাট গ্রামে গিয়ে হ্যাচারিতে হাতে কলমে মাছ চাষের উপর প্রশিক্ষন দেওয়া হয়।মাছ চাষের সমস্যা,রোগ প্রতিরোধের ব্যবস্থা সহ এই চাষের ওপর বিভিন্ন ধরনের আলোচনা করা হয়।

এব্যাপারে ৫ দিনের এই প্রশিক্ষন শিবিরের প্রশিক্ষক নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কে বি কের বিষয় বস্তু বিশেষজ্ঞ ড: মানসী চক্রবর্তী বলেন,সুন্দরবনের উপযোগী সুসংহত মাছ চাষের ওপর এই প্রশিক্ষন শিবির টি হয়।এতে ৩০ জন জেনারেল ক্যাটাগরির মানুষ অংশ নেন। এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিলো  প্রশিক্ষনরতদের দক্ষতা বৃদ্ধি করা।