Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

'নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন হাসিনা', ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ: পুত্র জয়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৯ এএম

'নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন হাসিনা', ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ: পুত্র জয়

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  নিজস্ব ছন্দে ফেরার চেষ্টা করছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গতকাল শপথ নিয়েছেন মুহাম্মদ ইউনুস। এই পরিস্থিতির মধ্যে বড়সড় ঘোষণা করলে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। এক বহুল প্রচারিত সংবাদমাধ্যমকে তিনি জয় জানালেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা দেশে ফিরবেন।  এই মুহূর্তের মার্কিন যুক্তরাষ্ট্রে ডিসিতে রয়েছেন হাসিনা পুত্র সজীব। সেখান থেকেই এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন জয় বলেন, ‘আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে। এমনকি আমরা নির্বাচনে জয়ী হতে পারি। বাংলাদেশে আমাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে।’

 

ছাত্র–জনতার আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। হাসিনা দেশ ছাড়ার পরেও অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ।  প্রধানমন্ত্রীর বাসভবনে ভাঙচুর চালায় তারা। জিনিসপত্র লুঠ চালায় তারা। পরে অবশ্য লুঠ হওয়া সামগ্রী নিজেরাই ফেরত দিয়ে যায় বিক্ষোভকারিরা।

নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতা। এমন পরিস্থিতিতে দলের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয়।

সাক্ষাৎকারে জয় বলেন, ‘আমি রাজনীতিতে আসতে প্রস্তুত। দল ও দলের কর্মীদের রক্ষায় যা করা দরকার, তার সবটাই আমি করব। যদিও এর আগে তিনি বলেছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই তাঁর।

জয় বলেন, ‘আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয়, তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখব না। আমার মা এ মেয়াদ পূর্ণ করেই রাজনীতি থেকে অবসর নিতেন। আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি। তবে বাংলাদেশে কয়েক দিন ধরে চলা ঘটনাপ্রবাহে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। এ অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে। এখন আমিই সামনে আছি।

আপাতত কোনও দেশের কাছে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা নেই বলে দাবি করেছেন জয়। তিনি বলেন, ‘এখন তিনি (শেখ হাসিনা) ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন। আমার মায়ের জীবন বাঁচানোয় আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ।’

জয় আক্ষেপ করে বলেন, ‘আত্মসমালোচনা করার সুযোগ থাকা উচিত। আপনি যখন একটি দেশ চালাবেন, তখন আপনাকে প্রতিদিন অনেক সিদ্ধান্ত নিতে হয়। সে ক্ষেত্রে নিশ্চিতভাবে ভুল হবে। আওয়ামী লীগ আত্মসমালোচনায় বিশ্বাস করে এবং আমরা সে জন্য প্রস্তুত আছি। কিন্তু এবার আমাদের আত্মসমালোচনা করার সুযোগ দেওয়া হয়নি। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পর পরিস্থিতি এত ভয়াবহ হবে তা বুঝতে পারিনি।