Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আরজিকরে মৃত ডাক্তারি পড়ুয়ার বাবার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৭ এএম

আরজিকরে মৃত ডাক্তারি পড়ুয়ার বাবার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী

 

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজিকরে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু। তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। মৃত ডাক্তারি পড়ুয়ার বাবার সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতার নাম মৌমিতা দেবনাথ, তিনি সোদপুরের বাসিন্দা ছিলেন। চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গভীর রাতে ডিপার্টমেন্টের সেমিনার রুম থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের পাশে মোবাইল, ল্যাপটপ, ব্যাগ উদ্ধার হয়েছে। দেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়। তার দেহ মাটিতে পড়েছিল। মাটি থেকে উঁচু কিছু জিনিসের উপরে মৃতার দেহ শোয়ানো অবস্থায় ছিল। গায়ে ছিল নীল কাপড়। দেহ ক্ষত-বিক্ষত। বিক্ষোভ দেখাচ্ছেন পোস্ট গ্রাজুয়েটের পড়ুয়ারা। দেহ এখনও নামাতে দেননি তারা। প্রতিবাদে কর্মবিরতিতে পড়ুয়ারা। 

জানা গেছে, ৩৬ ঘণ্টা টানা ডিউটির পরে বিশ্রাম নিতে আর পড়াশোনার জন্য সেমিনার রুমে গিয়েছিলেন ওই পড়ুয়া।  তার আগে ডিনার সারেন তিনি। ওই ছাত্রী যাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন, শেষ সময় পর্যন্ত যাদের সঙ্গে ছিলেন, তাঁদের বয়ান রেকর্ড করবে পুলিশ। এমনকি কে কে ছিলেন গতকাল ডিউটিতে, সেই বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ।

ঘটনাস্থলে কোনও সিসি ক্যামেরা মেলেনি। প্রথমবর্ষের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে তাঁকে। খবর পেয়েই তারা তড়িঘড়ি হাসপাতালে পৌঁছলেন তারা। আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ডিন অব স্টুডেন্টস অ্যাফেয়ার বুলবুল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটি। 

জানা গেছে, সোদপুরের অত্যন্ত মেধাবী ছাত্রী বলে পরিচিত ছিলেন মৌমিতা। খুব মিশুকে, পরোপকারি বলে পাড়ায় খ্যাতি ছিল। সম্প্রতি নিজের গাড়ি কিনেছিলেন। বেশিরভাগ দিন সোদপুর থেকেই পড়তে যেতেন।