Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ফের রেল দুর্ঘটনা, মালদার কুমেদপুর জংশনে লাইনচ্যুত পাঁচটি বগি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৪ পিএম

ফের রেল দুর্ঘটনা, মালদার কুমেদপুর জংশনে লাইনচ্যুত পাঁচটি বগি

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের রেল দুর্ঘটনা। পাঁচটি বগি লাইনচ্যুত। শুক্রবার সকালে জলপাইগুড়ি থেকে কাটিহারগামী একটি মালগাড়ির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি ঘটেছে মালদার কুমেদপুর জংশনের কাছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে যান কাটিহার ডিভিশনের রেলকর্তারা। জানা গেছে, মালগাড়িটি ডাউন লাইনে রয়েছে। আপাতত মালগাড়ির বগি সরানোর কাজ শুরু হয়েছে। বগিগুলি বিপজ্জনকভাবে হেলে রয়েছে। রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটিকে প্রথমে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হবে। তার পর সেখান থেকে ট্রেনটিকে নিয়ে যাওয়া হবে নিউ জলপাইগুড়িতে। দুর্ঘটনার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। হাওড়ানিউ জলপাইগুড়ি বন্দে ভারত সামসি স্টেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। যাত্রা বিলম্ব হয়েছে আপ ও ডাউন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেনসহ একাধিক ট্রেনের। 

১৭ জুন রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দুর্ঘটনা ঘটে ছাতারহাট-রাঙাপানি স্টেশনের মাঝে। ১৮ জুলাই গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। গত ৩০ জুলাই হাওড়া-সিএসএমটি মেল চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায়।
সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মারা যান অন্তত ৮ জন। তারও আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। মারা যান বহু মানুষ।