Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রায় গান স্যালুটে 'না' আলিমুদ্দিনের, নাকচ রাজ্যের প্রস্তাব


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৬ এএম

বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রায় গান স্যালুটে 'না' আলিমুদ্দিনের, নাকচ রাজ্যের প্রস্তাব
অন্তিমযাত্রায় শেষ শ্রদ্ধা---জানাচ্ছেন অভিষেক -ফিরহাদ (ছবি- খালিদুর রহিম)

 

পুবের কলম, ওয়েবডেস্ক: বুদ্ধদেবের ভট্টাচার্যের অন্তিম যাত্রায় দেওয়া হবে না গান স্যালুট। এমনটাই সিদ্ধান্ত বাম দলের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান স্যালুটের প্রস্তাবে রাজি হয়নি দল। কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিল আলিমুদ্দিনের নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা সাদামাটা রাখতেই এই সিদ্ধান্তের কথা জানাল সিপিএম নেতৃত্ব। আজ দেহদান হবে বুদ্ধদেব ভট্টাচার্যের।

আলিমুদ্দিনের পার্টি অফিসে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ যাবে দীনেশ মজুমদার ভবনে। সেখান থেকে এনআরএস হাসপাতালে যাবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'আমরা রাজ্য সরকারের তরফে থেকে ওর শেষযাত্রায় সমস্ত শ্রদ্ধা দিয়ে যাবতীয় সহযোগিতা করব। ওর দলের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে ওরা অন্তিমযাত্রায় ওঁকে নিয়ে যেতে চান, তার সুষ্ঠু দেখভালের দায়িত্ব রাজ্য সরকারের। যদি ওরা নন্দনে বা বিধানসভায় ওঁকে নিয়ে যেতে চান, আমরা সমস্ত সহযোগিতা করব। আর যেখানে ওরা ওকে শায়িত রাখার সিদ্ধান্ত নেবেন, আমি সেখানেই গিয়ে ওকে শেষ শ্রদ্ধা জানিয়ে আনব'।

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পদমর্যাদার জেরে চিকিৎসা–সহ নানা সরকারি সুবিধা পেয়ে থাকেন। কিন্তু ২০১১ সালে বাংলার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কখনও সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যেতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। এমনকী অসুস্থ বুদ্ধবাবুকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা নেওয়ার আর্জি জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বুদ্ধবাবু সেটাও নেননি বলে পরিবার ও দলীয় সূত্রে খবর।