Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, নেতা-মন্ত্রী থেকে অগণিত মানুষের ভিড়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৭ এএম

শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, নেতা-মন্ত্রী থেকে অগণিত মানুষের ভিড়
অন্তিমযাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য, (ছবি-সন্দীপ সাহা)

 

পুবের কলম, ওয়েবডেস্ক: শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তিম যাত্রায় অগণিত মানুষের ভিড়। পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। আলিমুদ্দিন স্ট্রিটে চোখে জলে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রী, সংস্কৃতি জগতের মানুষ থেকে সাধারণ মানুষ। আলিমুদ্দিন স্ট্রিট থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আলিমুদ্দিনে শ্রদ্ধাজ্ঞাপনের পর মরদেহ যাবে এনআরএস-এ। এন আর এস হাসপাতালেই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহদান। চক্ষুদান আগেই সম্পন্ন হয়েছে।

 

 

 

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে তাঁকে এমনটাই ঠিক ছিল। কোনও গান স্যালুট নেওয়া হবে না। কোনও সরকারি ব্যবস্থাপনাও গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিল আলিমুদ্দিনের নেতারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষযাত্রা সাদামাটা রাখতেই এই সিদ্ধান্তের কথা জানাল সিপিএম নেতৃত্ব।