Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হিমাচলে ভারি বৃষ্টিপাতে ১৩ জনের মৃত্যু, দুর্ঘটনায় গত এক মাসে ৭৯ জনের প্রাণহানি


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৩ পিএম

হিমাচলে ভারি বৃষ্টিপাতে ১৩ জনের মৃত্যু, দুর্ঘটনায় গত এক মাসে ৭৯ জনের প্রাণহানি

পুবের কলম, ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের ভারি বৃষ্টিপাতে ১৩ জনের মৃত্যু। গত বুধবার রাত থেকে ভারতের হিমাচল প্রদেশের শ্রীখণ্ডের কাছে সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এতে ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এক বিবৃতিতে জানিয়েছে, বন্যা কবলিত এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
 

এনডিআরএফের কম্যান্ড্যান্ট বলজিন্দর সিং বলেন, ‘হিমাচলের দুর্গম এলাকায় উদ্ধারকাজের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল উদ্ধারকর্মীরা। দুর্যোগকবলিত এলাকায় এখনও উদ্ধারকাজ চলছে।’ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৭ জুন থেকে ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে শুধুমাত্র বৃষ্টির কারণে দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন ৭৯ জন।

এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, হিমাচল প্রদেশের মান্দি জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রসঙ্গত, গত ৩১ জুলাই থেকে ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের শিমলা, মান্দি এবং কুলু জেলা। এতে ভূমিধসের ঘটনাও ঘটেছে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। এমন পরিস্থিতিতে নিখোঁজ রয়েছে বহু মানুষ। আর মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে।