Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৫ এএম

১১ বছর পর দিগন্ত টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঢাকা, ৮ আগস্ট: শেখ হাসিনার আমলে বিরোধী দলগুলিকেই শুধু চুপ করিয়ে দেওয়া হয়নি, সত্য উন্মোচনকারী সংবাদপত্র, ইলেক্ট্রনিকস মিডিয়ার কণ্ঠও চেপে ধরা হয়েছে। হাসিনার পতন হতেই তাই দেশে খুশির হাওয়া। একে একে স্বমহিমায় ফিরছে পুরনো মিডিয়াগুলি। দিগন্ত টিভির সম্প্রচারে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।  

১১ বছর পর বৃহস্পতিবার গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। যদিও পরবর্তীতে জানা যায়, এই অভিযোগ ছিল ভিত্তিহীন।

দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রকের সহকারী সচিব মো. ফিরোজ খান স্বাক্ষরিত এক আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এতে বলা হয়, আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে দিগন্ত মিডিয়া করপোরেশন লি. (দিগন্ত টেলিভিশন)-এর সম্প্রচার কার্যক্রম সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।