Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

হাওড়া সিটি পুলিশের 'ফিরে পাওয়া' প্রকল্পে ১৭৫ জনের হারিয়ে ফোন ফেরানো হল


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০১ পিএম

হাওড়া সিটি পুলিশের 'ফিরে পাওয়া' প্রকল্পে ১৭৫ জনের হারিয়ে ফোন ফেরানো হল

আইভি আদক, হাওড়া:  সামাজিক মাধ্যমে বা অনলাইনে প্রতারিত হলেই পুলিশকে তা জানাতে আবেদন করলেন হাওড়ার পুলিশ কমিশনার।  সেক্ষেত্রে প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে হাওড়ার শিবপুর পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এসে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ওই মন্তব্য করেন।

তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় অনেক বিষয়ের যেমন পজিটিভ দিক আছে  তেমনই নেগেটিভ দিকও আছে। সেই কারণে সোস্যাল মিডিয়া এবং ইন্টারনেট সতর্কভাবে ব্যবহার করা উচিৎ। সবসময় মনে রাখা প্রয়োজন যেকোনও সময় যে কেউ প্রতারিত হতে পারেন। তার সম্ভবনাও থাকে। অনেক সময় অশ্লীল ভিডিও বা সেক্সটরশনের মাধ্যমে ব্ল্যাকমেল হতে পারে। যদি এমন ঘটনা ঘটে তাহলে থানায় বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জানাতে হবে।

অনেক সময় পরিবারের কাছে, সোস্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেল করে থাকে। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। পুলিশ চেষ্টা করবে এই সমস্যা দূর করতে। যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।'

এদিন হাওড়া সিটি পুলিশের 'ফিরে পাওয়া' প্রকল্পে ১৭৫ জনকে হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয় আসল মালিকদের হাতে। বিভিন্ন সময়ে যেসব মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল এইসকল মোবাইলের মধ্যে উদ্ধার হওয়া বেশ কিছু ফোন যথাযথ যাচাইকরণের পর তা প্রকৃত মালিকদের হাতে এদিন তুলে দেওয়া হয়।