Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

শান্তিনিকেতনে পালিত হলো হলকর্ষণ উৎসব


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২১ পিএম

শান্তিনিকেতনে পালিত হলো হলকর্ষণ উৎসব

 

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন: ঐতিহ্য মেনে শান্তিনিকেতনে পালিত হলো হলকর্ষণ উৎসব।  গুরুদেবের জীবদ্দশায় প্রথম  ১৯২৮ সালের ২১ শে জুলাই বৃক্ষ রোপণ  এবং ১৪ জুলাই  হল কর্ষণ উৎসব  পালিত হয়।  

কৃষকদের উন্নতি সাধনের লক্ষ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে হলকর্ষণ উৎসবের সূচনা করেন। সেই দিনটিকে স্মরণ করে ২৩শে শ্রাবণ হলকর্ষণ উৎসব পালিত হলো শ্রীনিকেতনে।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ জয়া মিত্র।  ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অরবিন্দ মন্ডল। 

গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্র-ছাত্রীদের শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে যেমন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। ঠিক একইভাবে কৃষিকাজকে উন্নত করতে ও কৃষকদের সাহায্য করতে তিনি শ্রীনিকেতন গড়ে তোলেন।  শ্রীনিকেতনের কাজে ব্রতী হতে তার নিজের সন্তান রথীন্দ্রনাথ ঠাকুরকে বিদেশে পাঠিয়ে ছিলেন কৃষি কাজ শিখতে। 

এই শ্রীনিকেতনি আজও তার স্বপ্নকে বহন করে চলেছে। কৃষকদের উন্নতি সাধনের জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। সেই দিন আজও একইভাবে পালন করে আসছে বিশ্বভারতী। কৃষিকাজ ও কৃষকদের উৎসাহিত করতে হলকর্ষণ করছেন উৎসব পালিত হলো।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, নৃত্য ও মন্ত্র চারণের মধ্য দিয়ে হাল চালালেন বিশিষ্ট পরিবেশবিদ জয়া মিত্র,  বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অরবিন্দ মন্ডল। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিশ্বভারতীর শ্রীনিনিকেতনের অন্তর্ভুক্ত যে কয়টি গ্রাম আছে সে কটি গ্রামকে চারা গাছ প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে একজন কৃষককে সম্মান প্রদান করা হয়।