Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ধর্ষণের মামলায় সমঝোতার আবেদনে নিষ্পত্তি সম্ভব নয়, কেরালা হাইকোর্ট


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৩ পিএম

ধর্ষণের মামলায় সমঝোতার আবেদনে নিষ্পত্তি সম্ভব নয়, কেরালা হাইকোর্ট

 

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট: ধর্ষণের মামলায় সমঝোতার আবেদন করলেই সেটি নিষ্পত্তি করা যায় না, জানালো কেরালা হাইকোর্ট। অভিযুক্তের আবেদন খারিজ করে দেয় আদালত। মামলার পরিপ্রেক্ষিতে জানা গেছে, এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফাদার ভার্গিস নামে এক ধর্মীয় উপাসকের বিরুদ্ধে। ওই অভিযুক্ত মামলাটি তুলে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায়। সেই আবেদন নাকচ করে দেয় আদালত। 

কেরালা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ফাদার বাবু ভার্গিশের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্তের পর মামলা ভালোভাবে সাজানো হয়েছে। বিচারপতি এ বদরুদ্দিন বলেন, , যদিও হাইকোর্টকে তার এখতিয়ার প্রয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪৮২-এর অধীনে ধর্ষণের মতো গুরুতর মামলার বিচার বাতিল করার জন্য। তবে তার আগে অপরাধটি জঘন্য কিনা তা বিবেচনা করা উচিত। 

অভিযুক্ত ভার্গিসের বিরুদ্ধে অভিযোগ ছিল, ওই মহিলার বৈবাহিক জীবনে সমস্যা মেটানোর নামে তাদের বৈবাহিক জীবনে হস্তক্ষেপ করেছিলেন ভার্গিস। এই সুযোগে সে তাদের ঘরে ঢুকে ওই মহিলা ধর্ষণ করে। 

ধর্মীয় উপাসক ভার্গিসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫০ ধারা (যাবজ্জীবন কারাদণ্ড), ৩৭৬ ধারার (ধর্ষণ) অধীনে শাস্তিযোগ্য অপরাধ করার জন্য মামলা করা হয়েছিল। ফাদার ভার্গিস নিজেকে নির্দোষ দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়। তিনি এই মামলায় মামলাকারির সঙ্গে একটি সমঝোতায় আসতে চান। আদালত জানিয়েছে, এই ধরনের মামলা এইভাবে নিষ্পত্তি করা সম্ভব নয়।