Sat, June 29, 2024

ই-পেপার দেখুন
logo

সফল অস্ত্রোপচার অভিষেকের, আপাতত স্থিতিশীল তৃণমূল সাংসদ জানাল হাসপাতাল কর্তৃপক্ষ


Puber Kalom   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৪, ০৮:১৯ এএম

সফল অস্ত্রোপচার অভিষেকের, আপাতত স্থিতিশীল তৃণমূল সাংসদ জানাল হাসপাতাল কর্তৃপক্ষ

কলকাতা, ১৬ জুন: লোকসভা ভোটে বিপুল জয়ের পর চিকিৎসার জন্য সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য রবিবার সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ভর্তি হওয়ার পরই তাঁর পরীক্ষানিরীক্ষা শুরু হয়। অস্ত্রোপচার হওয়ার কথা ছিল অভিষেকের। চিকিৎসায় স্পেশাল মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, “লোকসভার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন হেমোডায়নামিক্যালি স্থিতিশীল। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” জানা গিয়েছে, আজই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। বিকেলে হয়ত বাড়ি ফিরে আসবেন অভিষেক।