Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

প্যারিস থেকে ঢাকার উদ্দেশে রওনা ইউনূসের, আজ রাতে শপথ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৩ পিএম

প্যারিস থেকে ঢাকার উদ্দেশে রওনা ইউনূসের, আজ রাতে শপথ

পুবের কলম, ওয়েবডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার পথে রওনা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এদিন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন ইউনূস বলে জানিয়েছে ইউনূস সেন্টার। বুধবার দুপুরে এক বিবৃতিতে ইউনূস সেন্টার জানিয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকার সময় দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এদিকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, বৃহস্পতিবার দেশে ফিরছেন ড. মুহাম্মদ ইউনূস। রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। অন্তর্বর্তী সরকারের সদস্য হতে পারে ১৫ জন। তবে এ সংখ্যা বেশি বা কমও হতে পারে। গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘গুজব চলছে। সেদিকে খেয়াল রাখবেন। গুজব থেকে বিরত থাকবেন। পুলিশের পুনর্গঠনে কাজ চলছে। আশা করি সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারব।’