Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

#Breaking News প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫০ পিএম

#Breaking News প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান


পুবের কলম, ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সংবাদ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাতঃরাশের পর হঠাৎই অসুস্থবোধ করেন। তারপরেই সকাল ৮টা ২০ মিনিট নাগাদ বালিগঞ্জ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই সিপিআই(এম) নেতা।

রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন। প্রথমে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু। তাঁর প্রয়াণের খবরে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।