Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিন


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯ এএম

শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চিন

বেজিং, ৭ অগাস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপরই দেশ ছাড়তে বাধ্য হন তিনি। চলমান বাংলাদেশের পরিস্থিতিতে নিয়ে মুখ খুলল চিন। বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে জিংপিং সরকার।

এদিন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চিন। বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করছে, দেশটির সমাজে খুব শিগগিরই স্থিতিশীলতা ফিরে আসবে।’