Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ফোগাটকে অযোগ্য ঘোষণায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: সংসদে জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৪ পিএম

ফোগাটকে অযোগ্য ঘোষণায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: সংসদে জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৭ অগাস্ট: ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা করা নিয়ে সংসদে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। প্রধানমন্ত্রী ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষাকে 'প্যারিস অলিম্পিক-২০২৪' থেকে কুস্তিগীর ভিনেশ ফোগাটের অযোগ্য ঘোষণার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মাণ্ডব্য। বুধবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, "আইওএ সভাপতি পিটি ঊষাকে প্রধানমন্ত্রী মোদি যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।"

উল্লেখ্য, স্বপ্ন জয়ের লক্ষ্য থেকে অল্পের জন্য ছিটকে যান ভিনেশ ফোগাট। ৫০ কেজি বিভাগে তার নামার কথা ছিল। কিন্তু ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন নির্ধারিত ওজনের থেকে তার বেড়ে গিয়েছে। প্যারিসের স্থানীয় সময় সকালে কুস্তিগীরের ওজন করা হয়। তবে নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরের। ফাইনালে তো তিনি নামতে পারবেন না, রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে। তবে প্রশ্ন উঠেছে, ভিনেশ ফোগাট একজন অভিজ্ঞতাসম্পন্ন কুস্তিগীর। তিনি নিয়ম কানুন সব জানেন। তাই এই সমস্যা দেখা দেওয়ার কথা নয়। কারণ ৫০ কেজি বিভাগে নামার কথা থাকলে কুস্তিগীররা তার থেকে ওজন তার থেকে কমিয়ে রাখেন। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠে।

ফোগাটের অযোগ্যতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিরোধী সংসদরা জিরো আওয়ারে এই ইস্যুতে সরকারের বিবৃতি দাবি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রীড়ামন্ত্রীর জবাবদিহির দাবিতে স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন সাংসদ। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল হস্তক্ষেপ করে বলেছিলেন যে মন্ত্রী বিষয়টি নিয়ে পরে সভায় একটি বিবৃতি দেবেন। সেমত বিবৃতি দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সরকার কুস্তিগীরদের প্রস্তুতির জন্য সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদান করেছিল বলে জানিয়েছেন মনসুখ মাণ্ডব্য। ক্রীড়ামন্ত্রী বলেন, "তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন।"