Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মা কর্মরতা হলেও শিশুর দেখভালের দায়িত্ব নিতে হবে বাবাকেও, নির্দেশ আদালতের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ এএম

মা কর্মরতা হলেও শিশুর দেখভালের দায়িত্ব নিতে হবে বাবাকেও, নির্দেশ আদালতের

 

শ্রীনগর, ৭ আগস্টঃ তিন সন্তানের ভরণপোষণ নিতে অক্ষম বাবা। প্রাক্তন কর্মরতা স্ত্রীর সাহায্যের জন্য জম্মু-কাশ্মীর এবং লাদাখের হাই কোর্টের দ্বারস্থ হন বাবা। আদালত তার পর্যবেক্ষণে জানায়, মা কর্মরতা হলেও শিশুকে দেখভালের দায়িত্ব নিতে হবে বাবাকেও। বিচারপতি সঞ্জয় ধর শুনানিতে বলেন, একজন মা চাকুরিজীবী হলেও নাবালক সন্তানের দেখভালের দায়িত্ব নিতে হবে বাবাকে। তবে একজন মা তার বাবাকে এর জন্য বাধ্যও করতে পারবে না। 

মামলায় এক ব্যক্তি আবেদন করেছিলেন, তার সন্তানকে দেখার মতো আয় তিনি করেন না। আবেদনকারি যুক্তি দিয়ে বলেন, তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তার প্রাক্তন স্ত্রী একজন কর্মরতা মহিলা। ভালো আয় করেন। তিনি তাদের সন্তানের দায়িত্ব নিতে সক্ষম। আদালত জানিয়েছে, একজন পিতার কাজ তার সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেওয়া। আবেদনকারির বক্তব্য, তার প্রাক্তন স্ত্রীকে বলা হোক শিশুপুত্রদের দায়িত্ব নিতে। আদালত সমস্ত যুক্তি খারিজ করে দিয়ে বলে, এটা খুব সত্যি যে, একজন মা যদি কর্মরতা হন তাহলে তাকে তার শিশু সন্তানদের দেখার দায়িত্ব তাকে নিতে হবে, তবে তার অর্থ এই নয় যে, এতে আবেদনকারির কোনও দায় বর্তায় না। মামলাদায়েরকারী ব্যক্তিটি এদিন আরও জানান, তিন সন্তানের ভরণপোষণের জন্য ৪৫০০ টাকা খুব কম। এদিন তার যুক্তিতে ওই ব্যক্তি জানান, তার মাসিক আয় ১২ হাজার টাকা। তার তিন সন্তানের খরচপিছু ১৩,৫০০ টাকা ব্যয় করা সম্ভব নয়। কারণ তাঁকে তার বৃদ্ধ বাবা-মা’কেও দেখাশোনা করতে হয়। সেক্ষেত্রে তার প্রাক্তন স্ত্রী সাহায্য খুবই দরকার। তার স্ত্রী একজন সরকারী শিক্ষক। বেতনও ভালো। সেদিক বিবেচনা করে রক্ষণাবেক্ষণের দায় একা বাবার ওপর চাপানো যায় না।

তবে কম বেতনের সাপেক্ষে কোনও পোক্ত নথিপত্র জমা করতে পারেননি আবেদনকারী। তার জমা করা নথি অনুযায়ী, তিনি একজন ইঞ্জিনিয়ার। অতীতে বিদেশে’ও কর্মরত ছিলেন। 

দায়রা আদালত কর্তৃক রক্ষণাবেক্ষণ আদেশের বিরুদ্ধে তার চ্যালেঞ্জ খারিজ হওয়ার পরে আবেদনকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারি। হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়।