Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশি পড়ুয়াদের নিখরচায় থাকা ও সাহায্যের প্রতিশ্রুতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের


আবুল খায়ের   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৭ পিএম

বাংলাদেশি পড়ুয়াদের নিখরচায় থাকা ও সাহায্যের প্রতিশ্রুতি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের

 

 

 

 

 

পুবের কলম,ওয়েব ডেস্কঃ বাংলাদেশি পড়ুয়াদের জন্য উদার মনোভাবের পরিচয় দিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়(বিএইচইউ) নিখরচায় থাকা এবং সাম্ভাব্য সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ জুলাইয়ের মাঝামাঝি শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে প্রতিবেশি দেশটি যে আন্দোলন কার্যত গণবিক্ষোভে রূপে নেয় ঘটে বেশ কিছু প্রাণহানির ঘটনা যার ফলে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ এমতাবস্থায় বিএইচইউ বাংলাদেশির শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হোস্টেলে থাকার অনুমতি দিয়েছে

সংবাদ সূত্রে জানা গেছে, যে সমস্ত পড়ুয়া সদ্য তাদের শিক্ষাক্রম এবং প্রোজেক্ট শেষ করেছে তাদের জন্য এই সুবিধা মিলবে কারণ নিয়মানুযায়ী তাদের ইতিমধ্যে হোস্টেল খালি করে দিতে হত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা থাকতে পারবে এ প্রসঙ্গে বিএইচইউ ইন্টারন্যাশানাল সেন্টারের কো-অর্ডিনেটর অধ্যাপক এসভিএস রাজু বলেন, যে সমস্ত বাংলাদেশি পড়ুয়ারা দেশে ফিরতে পারছে না তাদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে যারা হোস্টেলে থাকতে চায় তাদের অনুমতি দেওয়া হবে পাশাপাশি তাদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হবে এরজন্য কোনও ফি দিতে হবে না