Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

সুন্দর দেশ গড়তে হবে: দেশবাসীকে শান্ত থাকার বার্তা ইউনূসের


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ এএম

সুন্দর দেশ গড়তে হবে: দেশবাসীকে শান্ত থাকার বার্তা ইউনূসের

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামীকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার তিনি দেশে ফিরে দায়িত্ব গ্রহন করবেন। তাঁর আগেই দেশেবাসীর উদ্দেশে শান্ত থাকার বার্তা দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ইউনূস বলেছেন, ‘একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ হিংসা করে এই সুযোগ আমরা হারাতে পারি না। হিংসা আমাদের সবারই শত্রু। তাই, সবাইকে শান্ত থাকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে।'

হিংসা করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ হারাতে চান না বলেও দেশবাসীকে জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। তাঁর কথায়, বাংলাদেশে ‘দ্বিতীয় বিজয় দিবস’ এনে দিয়েছে পড়ুয়ারা। এই কারণে সেই পড়ুয়াদেরও অভিনন্দন। দেশ পুনর্গঠনে একসঙ্গে কীভাবে কাজ করা যাবে, সেই বিষয়ে সংশ্লিষ্ট সব দলের সঙ্গেও কথা বলবেন তিনি। সবধরনের হিংসা এবং সম্পত্তি নষ্ট করার থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।