Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বীরভূমের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ ও সহায়তা প্রকল্প চমকপ্রদ সাফল্য


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৭ এএম

বীরভূমের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ ও সহায়তা প্রকল্প চমকপ্রদ সাফল্য

কৌশিক সালুই বীরভূম ‌‌৭ আগস্ট: - ঐক্যশ্রী প্রকল্পে বর্তমান  অর্থবর্ষে চমকপ্রদ সাফল্য বীরভূম জেলার। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অনেক বেশি পড়ুয়া এবার প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক এই স্কলারশিপ পেলেন।
বীরভূম জেলার সংখ্যালঘু উন্নয়ন এবং  শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের সংখ্যালঘ  ছাত্র-ছাত্রীদের ঐক্যশ্রী প্রকল্পে লক্ষ্যমাত্রা থেকে অনেক বেশি পড়ুয়া স্কলারশিপ লাভ করলেন। জেলা সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে দু লক্ষ ৬০ হাজার পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় স্কলারশিপ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। বর্তমান বছরে ২ আগস্ট পর্যন্ত প্রায় দু লক্ষ নব্বই হাজার ছাত্র-ছাত্রী প্রায় ৯৫ কোটি ২২ লক্ষ ১৬ হাজার ৯১৮ টাকা মোট পেয়েছে। এই টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের একাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছে। প্রি  মেট্রিকের ক্ষেত্রে দুই লক্ষ ৪২ হাজার ৩৪৩ জন ছাত্র-ছাত্রীদের ২৫ কোটি ৪৯ লক্ষ ২৩২৮ টাকা বরাদ্দ হয়েছে।

পোস্ট ম্যাট্রিকের ১৭৭৮৫ জন পড়ুয়ার ৯ কোটি ৭৬লক্ষ ৮৪ হাজার ৮৪৬ টাকা টাকা বরাদ্দ হয়েছে। মেরিট কাম মিনস প্রকল্পে ৯২৬ জন ছাত্র-ছাত্রীদের দু কোটি ৫৩ লক্ষ ৪৬ হাজার ৯৯৪ টাকা এবং স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিন্স প্রকল্পে ৬৭৪৪ জন পড়ুয়ার তেরো কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। টেলেন্ট সাপোর্ট স্টাইপেন্ড প্রকল্পে ২১৮৬২ জন পড়ুয়ার চার কোটি ২২ লক্ষ ৮২ হাজার ৭৫০ টাকা বরাদ্দ হয়েছে। এই সমস্ত স্কলারশিপ এবং ছাত্রছাত্রীদের সহায়তা প্রকল্পে আবেদন এবং টাকা পাওয়ার ক্ষেত্রে রাজ্যের মধ্যে বীরভূম জেলা কার্যত প্রথম বলে জানা গিয়েছে।

কেন্দ্র সরকারের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রকল্প পশ্চিমবঙ্গে বরাদ্দ নেই বললেই চলে। পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সালে রাজ্যের বঞ্চিত সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের সহায়তা করতে এই সমস্ত স্কলারশিপ প্রকল্প গুলি চালু করে। বীরভূম জেলা অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক বলেন," লক্ষ্যমাত্রা ছাড়িয়ে স্কলারশিপ এবং ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রকল্পে অনেক বেশি পড়ুয়া কে সহায়তা করা গিয়েছে। আমাদের বীরভূম জেলা এ বিষয়ে সব সময় প্রথম সারিতেই থাকে"।