Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

মেঘালয়ের পর সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি করলো মণিপুর


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫০ পিএম

মেঘালয়ের পর সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি করলো মণিপুর

পুবের কলম,ওয়েবডেস্ক: অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তবর্তী এলাকায় কারফিউ জারি করল মণিপুর। সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে। তারপর থেকেই অশান্তির আঁচ করছে দেশ। যার জেরে, বাংলাদেশ থেকে লোকেদের অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুর সরকার মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যটির ফেরজাওল এবং জিরিবাম জেলার জেলা প্রশাসকদের রাত্রিকালীন কারফিউ জারি করতে এবং নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করতে নির্দেশ দিয়েছে। 

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সোমবার মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রিস্টোন তাইনসোংয়ের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক বসেন। এই বৈঠকের পর মেঘালয় সরকারের তরফে ঘোষণা করা হয়, জিরো লাইন থেকে ২০০ মিটারের মধ্যে রাত্রিকালীন কারফিউ জারি থাকবে। 

হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভারতে অনুপ্রবেশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর জেরে মঙ্গলবার মণিপুর সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, ফেরজল ও জিরিবাম জেলার বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।