Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

Breakignঃ হাসপাতালে ভর্তি হলেন ভিনেশ ফোগাট


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২১ এএম

Breakignঃ  হাসপাতালে ভর্তি হলেন ভিনেশ ফোগাট

পুবের কলম, ওয়েবডেস্ক: হাসপাতালে ভর্তি হলেন ভিনেশ ফোগাট। ড্রিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি তিনি। অলিম্পক্স থেকে বাতিল হওয়ার পরে হাসপাতালে ভর্তি হলেন ভিনেশ ফোগাট।  হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে,  শরীরে জলের ঘাটতির কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
প্যারিস অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগীর কুস্তির ফাইনালে উঠেছিলেন। কিন্তু এদিন দেখা যায় তাঁর ১০০ গ্রাম ওজন বৃদ্ধি পেয়েছে। ওজন বেশি থাকার কারণে অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় কুস্তিগীরকে ডিসকোয়ালিফাই করা হয়। বুধবার সকালে প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ায় ভীষণভাবে ভেঙে ভিনেশ। শরীরে জলের ঘাটতি দেখা যায়। এমনকি অজ্ঞানও হয়ে যান। এরপরই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। 

ওজন বিতর্ক। স্বপ্ন জয়ের লক্ষ্য থেকে অল্পের জন্য ছিটকে গেলেন ভিনেশ ফোগত। ৫০ কেজি বিভাগে তার নামার কথা ছিল। কিন্তু ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন নির্ধারিত ওজনের থেকে তার বেড়ে গিয়েছে। প্যারিসের স্থানীয় সময় সকালে কুস্তিগীরের ওজন করা হয়। তবে নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরের। ফাইনালে তো তিনি নামতে পারবেন না, রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে। 
ইউডব্লিউডব্লিউ-এর নিয়ম অনুযায়ী, ভিনেশ ফোগাট সবার শেষে শেষ করছেন প্রতিযোগিতা।