Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশে আটকে বহু ভারতীয়, এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরলেন দু'শো জন


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:১২ পিএম

বাংলাদেশে আটকে বহু ভারতীয়, এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফিরলেন দু'শো জন

পুবের কলম, ওয়েবডেস্ক: গণঅভ্যুত্থানের পর এখনও থামেনি হিংসা। এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কর্মীরা দেশে ফিরলেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতীয় কূটনৈতিক মিশনের অত্যাবশ্যকীয় নয় এমন কর্মী এবং পরিবারগুলি একটি বাণিজ্যিক বিমানের ভারতে ফিরে এসেছে। যদিও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন সচল রয়েছে বলে জানা গিয়েছে। সিনিয়র কূটনীতিক কর্মীরা সেখানেই রয়েছেন। এছাড়াও, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকা থেকে ১৯৯ জন যাত্রী ও ছয় শিশুকে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লিতে পৌঁছেছে। ঢাকা বিমানবন্দরে প্রতিকূলতা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার একটি বিমান গতকাল গভীর রাতে স্বল্প নোটিশে ঢাকা পৌঁছায়। সেই বিমানেই দু'শোর বেশি ভারতীয় দেশে ফিরেছে।