Sun, September 22, 2024

ই-পেপার দেখুন
logo

'শোকাহত হাসিনা, ধাতস্থ হতে সময় দিচ্ছে ভারত '...সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৪ পিএম

'শোকাহত হাসিনা, ধাতস্থ হতে সময় দিচ্ছে ভারত '...সংসদে বিবৃতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের

পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কেন্দ্রের তরফে রাজ্যসভায় বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন,‘শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত কয়েকদিন সময় দিতে চায়।' বর্তমানে তাঁর মানসিক  অবস্থা ভালো নয়। গভীর শোকে রয়েছেন তিনি।

 

 

*  জয়শঙ্করের তাঁর বিবৃতিতে বলেন, “খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাছে হাসিনা আবেদন করেন এ দেশে আসার জন্য। 

 

 

 

*‘খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আবেদন করেছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যায়  গাজিয়াবাদের (উত্তর প্রদেশের) বিমানঘাঁটিতে শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি  বায়ু সেনার বিমান সি১৩০জে।