Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রাষ্ট্রপতির নির্দেশে ভেঙে দেওয়া হল বাংলাদেশের জাতীয় সংসদ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৮ পিএম

রাষ্ট্রপতির নির্দেশে  ভেঙে দেওয়া হল বাংলাদেশের  জাতীয় সংসদ

পুবের কলম,ওয়েবডেস্ক:  রাষ্ট্রপতির নির্দেশে ভেঙে গুড়িয়ে দেওয়া হল বাংলাদেশের জাতীয় সংসদ  ।   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।  

 

 

 

* বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার সাংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে দুপুর ৩টে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। সেই মতো সাংসদ ভেঙে দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।

 

 

 

* প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফার পর তিন বাহিনীর প্রধান ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই সিদ্ধান্তের ভিত্তিতে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সংসদ ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

 

 

 

 

* ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

 

 

এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।