Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

প্রতিহিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, বিক্ষিপ্ত ঘটনায় মৃত্যু, গণপিটুনি, অগ্নিদগ্ধ লাশ উদ্ধার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০২ পিএম

প্রতিহিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, বিক্ষিপ্ত ঘটনায় মৃত্যু, গণপিটুনি,  অগ্নিদগ্ধ  লাশ উদ্ধার

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এদিকে প্রতিহিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। এখনও পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল একদিনে ১৫০ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সীমান্তে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা।
এদিকে অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশে মুক্ত কয়েকশো বন্দি। এর মধ্যে কয়েকজন জঙ্গি রয়েছে বলে খবর। যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে বাড়তি নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে বিএসএফ জওয়ানেরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরে মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজর রয়েছে। চলছে সেনা নজরদারি। 
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর পরই উম্মত্ত জনতা প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে পড়ে। তাদের উল্লাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সোমবার যখন বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস চলছে, তখন যশোরে পাঁচতারা হোটেলে লাগিয়ে দেওয়া হল আগুন। ঝলসে মৃত্যু হয়েছে ২৪ জনের। বাংলাদেশের যশোরের ওই হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায় সোমবার বিকেল ৪টের দিকে। জাবি ইন্টারন্যাশনাল নামে ওই হোটেলের মালিক শাহীন চাকলাদার আওয়ামি লীগের সদস্য।


সোমবার দিনভর হিংসায় কমপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। শাসক দল আওয়ামি লিগ ও সংখ্যালঘুদের উপরে নির্মম অত্যাচার চালানো হচ্ছে বলে খবর। অসমর্থিত সূত্রের দাবি, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

নোয়াখালীর দুটি থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের গুলিতে অন্তত তিন ব্যক্তির মৃত্যু হল। নিহত হয়েছেন দুই পুলিশকর্মীও। গুলিবিদ্ধ হয়েছেন আরও প্রায় জনা পঞ্চাশেক।

বরিশালে প্রাক্তন মেয়রের বাড়িতে আগুন, উদ্ধার জীবন্ত তিন পোড়া দেহ। বরিশালের আওয়ামি লিগ শাখার সাধারণ সম্পাদক তথা বরিশাল সিটি কর্পোরেশনের প্রাক্তন  মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তবে ঘটনার সময় বাড়িতে ছিলেন আবদুল্লাহর।


বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজার নরাইলের বাড়িতে আগুন। আওয়ামি লিগ দলের হুইপ পদে ছিলেন সাংসদ মাশরাফি।
গণপিটুনিতে মারা গেলেন বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান তাঁর ছেলে নায়ক শান্ত খান।