Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝায় মিনিবাস, নিহত ১৪


Puber Kalom   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০২:১০ এএম

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝায় মিনিবাস, নিহত ১৪

রুদ্রপ্রয়াগ, ১৬ জুন: উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝায় মিনিবাস। ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও ১২ জন। মিনিবাসটিতে ২৬ জন যাত্রী ছিলেন। শনিবার উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার রাইতোলির কাছে ঋষিকেশ-বদরীনাথ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। প্রশাসন জানিয়েছে, মিনিবাসটি অলকানন্দা নদীতে পড়ে যায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ উদ্ধার অভিযানে নিযুক্ত আছে। দুর্ঘটনার সময় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লোকজন আহত হয়েছেন।

 

এদিকে উত্তরাখণ্ড সরকার গুরুতর আহতদের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। পাশাপাশি সাধারণ আহতদের জন্য ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। ‘খুবই দুঃখজনক’ ঘটনা বলে মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এক্স পোস্টে তিনি লেখেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রয়াতদের আত্মাকে তার পায়ে স্থান দেওয়ার এবং শোকাহত পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি প্রদানের প্রার্থনা করছি। এছাড়াও আহতদের দ্রুত সুস্থতার জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।’