Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

হাসিনা-ডোভাল সাক্ষাৎ, প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত রিপোর্ট দেবেন নিরাপত্তা উপদেষ্টা


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৬ পিএম

হাসিনা-ডোভাল সাক্ষাৎ, প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত রিপোর্ট দেবেন নিরাপত্তা উপদেষ্টা

পুবের কলম, ওয়েবডেস্ক: নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজ়িয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের মুজিবকন্যা। তারপরই ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পরিস্থিতি বুঝে ডোভাল রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে।

অন্যদিকে, বাংলাদেশের অশান্তি নিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার সন্ধ্যায় মোদির সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী। সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী সঙ্গে। তাঁদের মধ্যেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অসহযোগ আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠেছে বাংলাদেশ। সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বিমানে সোমবার দুপুর আড়াইটে নাগাদ দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রথমে ত্রিপুরার আগরতলায় পৌঁছান তিনি। সেখান থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে নামেন মুজিবকন্যা শেখ হাসিনা।