Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অশান্ত বাংলাদেশ: পরিস্থিতি পর্যালোচনায় মোদি-জয়শঙ্কর বৈঠক


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৯ এএম

অশান্ত বাংলাদেশ: পরিস্থিতি পর্যালোচনায় মোদি-জয়শঙ্কর বৈঠক

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের অশান্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার সন্ধ্যায় মোদির সাক্ষাৎ করেন বিদেশমন্ত্রী। সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী সঙ্গে। তাঁদের মধ্যেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অসহযোগ আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠেছে বাংলাদেশ। সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বোন রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বিমানে সোমবার দুপুর আড়াইটে নাগাদ দেশ ছাড়েন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রথমে ত্রিপুরার আগরতলায় পৌঁছান তিনি। সেখান থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে নামেন মুজিবকন্যা শেখ হাসিনা।

সূত্রের খবর, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সি-১৩০ বিমানে যাত্রা শুরু করেন। সেটি এখন ভারতীয় বিমান বাহিনীর (IAF) সি-১৭ এবং সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, "ভারতীয় আকাশসীমায় ঢোকার সময় থেকে শুরু করে গাজিয়াবাদের হিন্দোন বিমানঘাঁটি পর্যন্ত হাসিনার বিমানের গতিবিধির উপর নজর রেখেছিল ভারতীয় বায়ুসেনা ও নিরাপত্তা সংস্থাগুলি।" এদিকে বাংলাদেশের অশান্তি জেরে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)।