Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক: বাংলাদেশের অশান্তি নিয়ে লিখলেন জিৎ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১০ এএম

মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক: বাংলাদেশের অশান্তি নিয়ে লিখলেন জিৎ

কলকাতা, ৫ অগাস্ট: উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি মুখ খুললেন টলিউড সুপারস্টার জিৎ। বাংলাদেশের গোটা ঘটনাকে 'দুঃখজনক' বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এই  কঠিন পরিস্থিতিতে দেশজুড়ে শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন টলি সুপারস্টার। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে জিৎ লেখেন, "বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।”

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা! দেশে সামরিক শাসন জারি হয়েছে।
অগ্নিগর্ভ বাংলাদেশ। হাসিনার পদত্যাগের উত্তপ্ত  দেশ। গণভবন ভাঙচুর করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কারফিউ ভেঙে লাখো মানুষ গণভবনে প্রবেশ করে জিনিসপত্র নিয়ে যাচ্ছে সাধারণ জনতা।

অন্যদিকে, সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ শাহবাগ মুখে প্রবেশ করেছে। এতে ছাত্র-জনতার মাঝে বিজয় উল্লাস দেখা গেছে। সোমবার দেশে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এটা জানার পর থেকে উল্লাসে ফেটে পড়েন জনতারা। ঢাকার সব প্রবেশ মুখ দিয়ে প্রবেশ করছে জনতারা।