Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

গৃহবন্দি মেহবুবা! ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পাঁচ বছর পূর্তি উজ্জাপন বিজেপির


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৮ পিএম

গৃহবন্দি মেহবুবা! ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পাঁচ বছর পূর্তি উজ্জাপন বিজেপির

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পঞ্চম বার্ষিকী স্মরণে সোমবার কাশ্মীরে ‘একাত্ম মহোৎসব’ মিছিলের আয়োজন করে বিজেপি। এর পরেই মাঠে নামে কংগ্রেস এবং পিপল্স ডেমোক্র্যাটিক পার্টি-সহ (পিডিপি) অন্যান্য বিরোধী দল। 

বিজেপির নিন্দা করে ৫ আগস্টকে ‘কালো দিন’ হিসাবে উল্লেখ করেছে বিরোধীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সোমবার গৃহবন্দি করা হয়েছে পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে। এমনটাই অভিযোগ। ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তনভির সাদিক-সহ আরও একাধিক শীর্ষ নেতাকে গৃহবন্দী করা হয়েছে বলেও অভিযোগ।
স্থানীয় এক পিডিপি নেতা জানিয়েছেন, গান্ধিনগরে দলের সদর দফতরের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) জনৈক মুখপাত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নিন্দায় মহারাজা হরি সিংহ পার্কে বিক্ষোভ দেখাবে তাঁদের দল।
বিজেপির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন এমএলসি বিবোধ গুপ্ত সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘৫ আগস্ট, ২০১৯ দিনটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। পাঁচ বছর আগে এই দিনেই একটি ঐতিহাসিক ভুল সংশোধন করা হয়েছিল।

আমরা, জম্মু ও কাশ্মীরের জনগণ এই দিনেই বাকি ভারতের সঙ্গে একত্রিত হতে পেরেছিলাম। আমরা এখন সমস্ত অধিকার এবং স্বাধীনতা উপভোগ করতে সক্ষম হয়েছি, এগিয়েছি উন্নয়নের পথেও।’ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আরএস পুরার বানা সিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘একাত্ম মহোৎসব’ সমাবেশ।
বিজেপির এই উজ্জাপনের নিন্দা করে জম্মু ও কাশ্মীর কংগ্রেসের মুখপাত্র রবিন্দর শর্মা বলেছেন, ‘বিজেপির উচিত জনগণের, বিশেষত ডোগরাদের কাটা ঘায়ে নুনের ছিটে না দিয়ে বরং পাঁচ বছরে আদতে কী কী উন্নয়ন হয়েছে, তার জবাব দেওয়া!’ কংগ্রেসের যুক্তি, ডোগরা রাজ্যের অবক্ষয়ের স্মারক এই ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ধ্বংসের ‘কালো দিন’।