Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ওবিসি বাতিল মামলাঃএক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৬ পিএম

ওবিসি বাতিল মামলাঃএক সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ২০১০ সাল পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সোমবার শীর্ষ আদালতে সেই মামলার প্রথম শুনানি হয় এ দিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলাটি শোনেন এ দিন শুনানিতে রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি এ দিন শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন, হাইকোর্ট রাজ্য চালানোর চেষ্টা করছে কি না পাশাপাশি তিনি বলেন রাজ্যের কার্যনির্বাহী কার্যভার কেড়ে নেওয়া হয়েছে 

শুনানিতে রাজ্যের থেকে হলফনামা দাবি করেছে শীর্ষ আদালত এক সপ্তাহের মধ্যে রাজ্যকে সেই হলফনামা জমা দিতে হবে রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি হবে হলফনামায় রাজ্যকে জানাতে হবে, (১) কী ধরনের সমীক্ষা করা হয়েছিল (২) ওবিসি হিসাবে মনোনীত ৭৭টি সম্প্রদায়ের তালিকায় কোনও সম্প্রদায়ের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে পরামর্শের অভাব ছিল কিনা সোমবার রাজ্যের তরফে হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমবারের শুনানি পর্বে কোনও স্থগিতাদেশ দেননি হাইকোর্টের নির্দেশের উপর আগামী সপ্তাহের শুনানিতে স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন তিনি