Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আলিপুর চিড়িয়াখানায় ই-সাইকেল


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৮ এএম

আলিপুর চিড়িয়াখানায় ই-সাইকেল

 

রমিত বন্দ্যোপাধ্যায়: কলকাতার আলিপুর চিড়িয়াখানার ছোট থেকে বড়ো সকলেরই খুব প্রিয় স্থান।  তবে এই জুলজিক্যাল গার্ডেনের পশুপাখি, গাছপালা এবং পরিবেশ যাতে স্থিতিশীল থাকে সে দিকে নজর রাখেন কর্তৃপক্ষ বা রক্ষীরা।  এই পশু পরিচালকরা যাতে দ্রুততার সঙ্গে ঘের এবং আশেপাশের পরিস্থিতি পরিদর্শন করতে পারেন তার জন্য সংযোজন করা হল বৈদ্যুতিক সাইকেল।

বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক মোটোভোল্ট মোবিলিটির সহযোগিতায় এই উদ্যোগটি নিয়েছে কর্তৃপক্ষ।  এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি পরিবেশ বান্ধবতাকে এবং স্বাস্থ্যকর ভবিষতের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।  

আলিপুর জুলজিক্যাল গার্ডেনের ডিরেক্টর, শুভংকর সেনগুপ্ত জানান, "এই উদ্যোগটি  চিড়িয়াখানা প্রাঙ্গণে পরিবেশগত স্থায়িত্বের উন্নয়ন ঘটাবে। বিশ্ব বাঘ দিবসেরই একটা অংশ এই উদ্যোগ। আমরা মোটোভোল্ট মোবিলিটিকে ধন্যবাদ জানাই আমাদেরকে ২টি বৈদ্যুতিক সাইকেল দেওয়ার জন্য।"  

‘মোটোভোল্ট মোবিলিটি’র প্রতিষ্ঠাতা এবং সিইও তুষার চৌধুরি বলেন,"আমরা  সবসময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা মাথায় রেখে কাজ করে চলেছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে এই  বৈদ্যুতিক সাইকেল পৌঁছে দেওয়াটাও সেই লক্ষের এক পদক্ষেপ"

 ‘মোটোভোল্ট মোবিলিটি’র আধিকারিক অনির্বাণ চ্যাটার্জি বলেন, "পরিবেশ-বান্ধব ইলেকট্রনিক সাইকেলগুলি কোনও শব্দ বা দূষণ তৈরি করে না।এই সাইকেলের ব্যবহার চিড়িয়াখানার পশু-পাখি  এবং দর্শক উভয়েরই জন্যই উপযোগী।"