Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হোক ইউনুস অথবা শহিদুল, দাবি তুলেছেন বাংলাদেশের বিশিষ্টরা


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৮ এএম

জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হোক ইউনুস অথবা শহিদুল, দাবি তুলেছেন বাংলাদেশের বিশিষ্টরা

ঢাকা, ৫ অগাস্ট: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা! দেশে সামরিক শাসন জারি হয়েছে। অগ্নিগর্ভ বাংলাদেশ। হাসিনার পদত্যাগের উত্তপ্ত  দেশ। এই পরিস্থিতিতে দেশের মানুষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অন্তবর্তী সরকার গঠনের কথাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেছেন, সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শও দিয়েছেন।

এদিকে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নাম জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ভেসে উঠেছে। পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ শহিদূল আলমের নামও বিবেচনায় রয়েছে বলে খবর। তিনি একদিকে সাংবাদিক এবং একটি মিডিয়া ইনস্টিটিউটের প্রধান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফারের সম্মাননাও তাঁর ঝুলিতে রয়েছে। হাসিনা সরকারের সময়ে তাঁকে পদে পদে অপদস্থ করার অভিযোগ রয়েছে।

অলিম্পক কমিটির উপদেষ্টার ভূমিকা পালনে প্যারিসে রয়েছেন মহম্মদ ইউনুস। সোমবার তাঁর দেশে ফেরার কথা। দেশে চলমান আন্দোলনে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছিলেন তিনি। তারপর থেকেই আওয়ামী লিগ সরকারের বিষ নজরে পড়েন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

ইউনুস বা শহিদুল আলমের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবি তুলেছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং একাধিক নাগরিক সংগঠন জাতীয় সরকার গঠন। তবে বিশ্ব পরিচিতি এবং নোবেল বিজেতা হওয়ায় ইউনুসের নামই সর্বাগ্রে আছে।