Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন: জনগণের উদ্দেশে বার্তা সেনাপ্রধানের


Kibria Ansary   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৬ এএম

সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন: জনগণের উদ্দেশে বার্তা সেনাপ্রধানের

ঢাকা, ৫ অগাস্ট: দেশের মানুষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানালেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

সোমবার জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শও দিয়েছেন।