Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: ঝাড়খণ্ডের আকাশসীমা পার, দিল্লির উদ্দেশে রওনা হাসিনার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৫ এএম

Breaking: ঝাড়খণ্ডের আকাশসীমা পার, দিল্লির উদ্দেশে রওনা হাসিনার

পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের আকাশসীমা পার, দিল্লির উদ্দেশে রওনা হাসিনার।  বাংলাদেশে সেনা শাসন, তুলে নেওয়া হয়েছে কারফিউ। সোমবার দুপুর আড়াইটে নাগাদ বাসভবন ছেড়ে গণভবন থেকে বের হন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার বোন রেহান।  নিরাপত্তার ঘেরাটোপে বাড়ি ছাড়েন তিনি। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডর আব্বাস। তিনি ১০১ স্কোয়াড্রনের সদস্য।

সূত্রের, যাওয়ার আগে শেখ হাসিনা একটি বিবৃতি দিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি পাননি। 
তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাঁকে দেওয়া হয়েছিল।  তবে অন্য একাধিক সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার সাপেক্ষে। তার পরেই দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা।