Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মাদ্রাসার হাফেজ শিক্ষককের রক্তে প্রাণ বাঁচল রনজিৎ ক্ষেত্রপালের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৮ পিএম

মাদ্রাসার হাফেজ শিক্ষককের রক্তে প্রাণ বাঁচল রনজিৎ ক্ষেত্রপালের

এস জে আব্বাস, পূর্ব বর্ধমান: আবারও  প্রমাণ হল, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য....। জাতি ধর্ম বর্ণ -এসব কিছু  ছাড়িয়ে আমাদের সব চেয়ে বড় পরিচয়  আমরা  "মানুষ "। আর এই মনুষ্যত্ববোধকে  উজ্জীবিত করতে  এক হিন্দু ভাইয়ের রক্তের প্রয়োজনে ছুটে এলেন মাদ্রাসার শিক্ষক  হাফেজ সেখ সফিকুল ইসলাম। 

জানা গেছে, গত সোমবার সুগারসহ পেটের সমস্যায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বছর ৩৫ এর যুবক রনজিত ক্ষেত্রপাল। বাড়ি বৈঁচি তে। দরিদ্র পরিবার। চলছিল চিকিৎসা। কিন্তু হঠাৎ শনিবার চিকিৎসক  পরামর্শ  দেন , দ্রুত  রক্তের প্রয়োজন। কিন্তু রক্ত কোথায়! অনেকদিন থেকেই কালনার এই হাসপাতালে রক্তের ঘাটতি চলছে।  ফলে খুব দুশ্চিন্তায় পড়ে যান রোগী ও তার পরিবার। হন্যে হয়ে তারা রক্ত খোঁজাখুঁজি  করেন।  কিন্তু কোথাও রক্ত মেলে নাই। অবশেষে সমুদ্রগড়-ডাঙ্গাপাড়ার বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন সেখের কাছে খবর যায়। তিনি যোগাযোগ করেন কালনা শহরের কালনা মজলিশ শাহ (রহঃ) দ্বীনী মাদ্রাসার এই হাফেজ শিক্ষকের  সাথে ।

এক কথাতেই তিনি  রক্ত দিতে রাজি হয়ে যান। আজ সকালে মাদ্রাসার ছাত্রদের   পড়ানো ফেলে  তিনি তড়িঘড়ি ছুটে আসেন হাসপাতালে এবং রক্ত দান করেন ।  

জানা গেছে, ইতিপূর্বেও তিনি বহুবার রক্ত দিয়েছেন।  আজও তিনি এইভাবে মুমূর্ষ কে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুবই তৃপ্ত। ওদিকে রনজিৎ ক্ষেত্রপালের মা কল্পনা ক্ষেত্রপাল ও পরিবারেরাও মাদ্রাসা শিক্ষক সফিকুল সাহেবের এভাবে পাশে দাঁড়ানোতে কৃতজ্ঞ। তাদেরও মনে হয়েছে ধর্ম যার যার, মানবতা সবার আগে। ধর্ম-বর্ণ না দেখে সবার উচিত  মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া।