Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কানওয়ার যাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়জন পুণ্যার্থীর মৃত্যু, আহত ৬


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১২ এএম

কানওয়ার যাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়জন পুণ্যার্থীর মৃত্যু, আহত ৬

পুবের কলম, ওয়েবডেস্ক:

কানওয়ার যাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নয়জন পুণ্যার্থীর। মন্দিরে পৌঁছনোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁরা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুর জেলার সুলতানপুর এলাকায়।

জানা গিয়েছে, একটি মিনি ট্রাক গাড়িতে করে জেঠুই নিজামত গ্রাম থেকে হরিহরনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন পুণ্যার্থীরা। মন্দিরে যাওয়ার পথে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি। পরে রাস্তার উপরের বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে পুণ্যার্থী বোঝাই গাড়িটি। পুণ্যার্থীদের গাড়িটির উচ্চতা অনেকটাই বেশি ছিল। সে কারণেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে সেটি চলে আসে। তাতেই নয় জনের মৃত্যুর এবং বেশকয়েকজন আহত হয়। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ি থেকে ছিটকে পড়েন পুণ্যার্থীরা। তড়িঘড়ি করে তাঁদের উদ্ধার করে হাজিপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।