Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

স্কুলে গিয়ে আর বাড়ি ফিরল না, রহস্যস্কুলেজনকভাবে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৮ পিএম

স্কুলে গিয়ে আর বাড়ি ফিরল না, রহস্যস্কুলেজনকভাবে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রী

পুবের কলম প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ: স্কুলে গিয়ে আর বাড়ি ফিরল না। রহস্যজনকভাবে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্রী। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার ঘটনা। মৌমিতা চক্রবর্তী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী গত সোমবার হিঙ্গলগঞ্জ রানীবালা গার্লস স্কুলে গিয়েছিল। স্কুলের ড্রেস পরে ও স্কুলের ব্যাগ নিয়ে যাওয়ার পর স্কুল থেকে আর বাড়ি ফেরেনি ওই মাধ্যমিক পরীক্ষার্থী। অনেক খোঁজাখুঁজির পর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে ওই স্কুল ছাত্রীকে পরিবারের লোকেরা খুঁজে না পেয়ে গত বৃহস্পতিবার হিঙ্গলগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ জানায়। নিখোঁজের অভিযোগ জানানোর পরেও ওই নাবালিকাকে খুঁজে পাচ্ছে না পুলিশ। গত প্রায় এক সপ্তাহ ধরে ওই নাবালিকার কোন খোঁজ না পাওয়ায় যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের লোকেরা। নাবালিকার মা অর্পিতা চক্রবর্তী বিড়ি  শ্রমিক ও তার বাবা মৃত্যুঞ্জয় চক্রবর্তী কোনরকমে ভ্যান চালিয়ে সংসার চালায়। হতদরিদ্র পরিবারটি  ভালো করে পড়াশুনা শেখাচ্ছিল ওই ছাত্রীকে। তার মধ্যে এই নিখোঁজের ঘটনায় একেবারে ভেঙে পড়েছে তার মা,  ঠাকুমা। তার ব‌ই ও স্কুলের জামা প্যান্ট আঁকড়ে পড়ে  আছে।মৌমিতার মা বলেন- আমাদের আদরের মেয়ে কবে বাড়ি ফিরবে? আমরা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছি। তবে ওই নাবালিকার খোঁজে জোর কদমে তদন্ত ও তল্লাশি চালাচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।