Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

মদিনা বইমেলায় আগ্রহের কেন্দ্রবিন্দু হারামাইন স্টল


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০০ পিএম

মদিনা বইমেলায় আগ্রহের কেন্দ্রবিন্দু হারামাইন স্টল

মদিনা, ৪ আগস্ট: অন্তত ৩০০ আরব ও আন্তর্জাতিক প্রকাশনী সংস্থার অংশগ্রহণে সউদি আরবের মদিনায় শুরু হয়েছে তৃতীয় বইমেলা। ৩০ জুলাই মদিনার কিং সালমান কনভেনশন সেন্টারে মেলাটি শুরু হয়। ৫ আগস্ট অর্থাৎ আজ মেলা শেষ হবে। জানা গিয়েছে, বিগত ৪ দিন ধরে বইমেলার হারামাইন লাইব্রেরির স্টলটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। স্টলটিতে অনেক দুষ্প্রাপ্য, প্রাচীন ও দুর্লভ বইয়ের বিশেষ সংগ্রহ দেখা গিয়েছে যেগুলি ছিল শুধু প্রদর্শনীর জন্য। হারামাইন শরিফাইন অ্যাফেয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে মদিনা বইমেলায় রাখা প্রাচীন এবং দুর্লভ পাণ্ডুলিপির মধ্যে রয়েছে, ১২৮৬ হিজরি সালে কায়রোতে মুদ্রিত সহিহ বোখারির অনুলিপি এবং ১৩১২ হিজরি সালের প্রাচীন বই ‘আল মিইয়ার আল-মুরাব’। হারামাইন লাইব্রেরিতে প্রাচীন বইয়ের ১১ হাজার ৪৯১টি পাণ্ডুলিপি রয়েছে, যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশেষজ্ঞরা সংরক্ষণ করেছেন। সউদি আরবের সাহিত্য, প্রকাশনা ও অনুবাদ-সংস্থার উদ্যোগে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সংস্থার নির্বাহী প্রধান মোহাম্মদ হাসান উলওয়ান বলেন, ‘আমরা শিল্প ও সংস্কৃতির প্রতি মদিনা মোনাওয়ারার নেটিজেনদের যে ভাবাবেগ রয়েছে, তার সঙ্গে পুরোপুরি একাত্ম হতে পেরেছি এবং স্থানীয় ও বহিরাগত বিভিন্ন দৃষ্টিভঙ্গির বিপুলসংখ্যক প্রকাশকদের অংশগ্রহণের মধ্য দিয়ে মেলার আয়োজন করার সুযোগ পেয়েছি।’ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, এই মেলাকে অ্যারাবিক ও আঞ্চলিক বইমেলাগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা, যাতে প্রতি বছর এতে প্রকাশক ও প্রকাশনা-সংশ্লিষ্ট লোকদের সঙ্গে কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের সক্রিয় উপস্থিতি ঘটে।’ মদিনার বইমেলাটি ধীরে ধীরে একটি প্রতীক্ষিত বার্ষিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। অংশগ্রহণকারীরা বুক সাইনিং কর্নারে লেখকদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। মেলায় শিশুদের জন্য একটি বিশেষ বিভাগ ছিল। শিশুদের সৃজনশীলতা বাড়াতে বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম এবং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।