Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

জাকির নায়েকের বক্তৃতা  শুনে ধর্মান্তরিত , মায়ের অভিযোগে গ্রেফতার মেয়ে


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ এএম

জাকির নায়েকের বক্তৃতা  শুনে ধর্মান্তরিত , মায়ের অভিযোগে গ্রেফতার মেয়ে


নয়াদিল্লি, ৪ জুলাই: জাকির নায়েকের বক্তৃতা শুনে ২০২২ সালে ইসলাম গ্রহণ । মায়ের অভিযোগে  গ্রেফতার  মেয়ে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক মসজিদের কর্মকর্তাকেও।

অভিযোগ,  তার মেয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত। তিনি বিদেশে ছিলেন, সেই সময় মেয়ের ব্রেন ওয়াশ করা হয়। তাকে প্রলোভিত করা হয় ইসলাম ধর্ম গ্রহণের জন্য। জাকির নায়েকের বক্তৃতা শোনানো হয় তাকে। তারপর তার মেয়ে নিখোঁজ হয়ে যায়।   
এই ঘটনায় মহারাষ্ট্রের থানের ভিথালওয়াড়ি পুলিশ জানিয়েছে ২৩ বছরের দৃষ্টি চৌধুরিকে গ্রেফতার করা হয়েছে, মসজিদের এক ট্রাস্টি সালিমকেও গ্রেফতার করা হয়। দৃষ্টির মা কল্পনা চৌধুরি জবরদস্তি ধর্মান্তরেণর অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন আফিদা নামে এক মেয়ে আমার মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জবর দস্তি করে। কোচিং সেন্টারে তাদের আলাপ হয়। 
পুলিশ জানিয়েছে মসজিদের রেকর্ড বলছে দৃষ্টি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু তার মা বলছেন, তাকে ৫০ হাজার টাকা দিয়ে মুখবন্ধ রাখতে বলা হয়। দৃষ্টি তার বাবার একাউন্ট থেকে টাকা ও তুলে নিয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। আটজন অভিযুক্ত পলাতক। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুই সাম্প্রদায়ের মধ্যে শত্রুতা বাড়ানো, প্ররোচনা দেওয়া, প্রতারণা করা ইত্যাদি অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে। ধৃতদের তিন দিনের পুলিশ হেফাজতের রায় দিয়েছে কোর্ট।